যশোরে বৃষ্টি খাতুন নামে এক নারীর বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে আদালতে মামলা করেছেন তার স্বামী সাইফুল ইসলাম। তিনি সদর উপজেলার হাশিমপুর গ্রামের আকবর আলী বিশ্বাসের ছেলে। আসামি বৃষ্টি খাতুন সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের কাঠামারা গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। মামলায় বৃষ্টির মা রুবি খাতুনকেও আসামি করা হয়েছে।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারি করেছেন।
সাইফুলের অভিযোগ, ২০২০ সালের ২ সেপ্টেম্বর আসামি বৃষ্টি খাতুনের সাথে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়। সংসার চলাকালে বৃষ্টি খাতুন তার মা রুবি খাতুনের প্ররোচণায় সাইফুলকে তিন শতক জমি কিনে দিতে বলেন। অন্যথায় যৌতুক হিসেবে দু’ লাখ টাকা দাবি করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হলে গত ১২ ফেব্রুয়ারি সোনার অলঙ্কার নিয়ে বৃষ্টি খাতুন তার বাবার বাড়িতে চলে যান। বিষয়টি মীমাংসার জন্য গত ১৫ এপ্রিল সাইফুল স্ত্রী বৃষ্টি খাতুনকে মোবাইল ফোন করে বাড়ি ফিরে আসতে বলেন। ওইদিন বিকেলে বৃষ্টি খাতুন স্বামীর বাড়িতে ফিরে আসেন ঠিকই, কিন্তু তিন শতক জমি অথবা দু’ লাখ টাকা না দিলে সংসার করবেন না জানিয়ে চলে যান। ফলে কোনো উপায় না পেয়ে সাইফুল আদালতে এ মামলা করেন।
খুলনা গেজেট/কেএ