খুলনা, বাংলাদেশ | ৯ চৈত্র, ১৪২৯ | ২৩ মার্চ, ২০২৩

Breaking News

  রোজায় ব্রয়লার মুরগির কেজি সর্বোচ্চ ১৯৫ টাকা : ভোক্তা অধিকার
  ব্যয় সংকোচনে রোজায় গণভবনে ইফতার পার্টি না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
  গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশের উন্নয়ন ধরে রাখা গেছে : প্রধানমন্ত্রী
  চট্টগ্রাম শাহ আমানতে দুবাইফেরত যাত্রীর শরীর থেকে পৌনে ৪ কেজি সোনা উদ্ধার
  খুলনায় আজ সেহরীর শেষ সময় ৪টা ৪৩ মিনিট

যশোরে স্কুলছাত্রকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে স্কুল ছাত্রকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় মনিহার সিনেমা হলের সামনে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। সে বেজপাড়া সাদেক দারোগার মোড়ের জনৈক লুৎফর রহমানের ছেলে বাপ্পি রহমান ভিকি। যশোর সম্মিলনী স্কুলের দশম শ্রেণির ছাত্র সে। যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

আহতের স্কুলছাত্রের অভিযোগ, শহরের বারান্দি মোল্লাপাড়ার মৃদুল ও আইজুল নামে দুইজন পূর্ব শত্রুতায় তাকে ছুরিকাঘাত করেছে। রোববার বিকেলে মোটরসাইকেলে করে মনিহারের সামনে গিয়েছিলাম। এসময় মোল্লাপাড়ার মৃদুল ও আইজুল আমাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে আসি।

যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস বলেন, ভিকির শরীরে মোট সাতটি স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তাকে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।

খুলনা গেজেট/এসজেড

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!