খুলনা, বাংলাদেশ | ২১ আশ্বিন, ১৪৩১ | ৬ অক্টোবর, ২০২৪

Breaking News

  ফের জামিন নামঞ্জুর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের
  শেরপুর ও ময়মনসিংহে বন্যা পরিস্থিতির অবনতি, এ পর্যন্ত নিহত ৭

যশোরে সেনা কর্মকর্তা পরিচয়ে প্রেম প্রতারণাকারী গ্রেফতার

যশোর প্রতিনিধি

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আলমগীর হোসেন ওরফে আশিকুর রহমান রাব্বি (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে। যিনি সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে প্রতারণা করে বেড়াতেন।

পিবিআই যশোরের এসপি রেশমা শারমিন জানান, এসআই রেজোয়ানের নেতৃত্বে তাদের একটি টিম ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ছয়খাদা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে রাব্বিকে গ্রেফতার করে। সেই সময় তার কাছ থেকে একটি এইচপি ব্রান্ডের ল্যাপটপ উদ্ধার করা হয়। যশোর কোতয়ালী থানায় গত ১০ আগস্ট রুজু করা একটি মামলার (নম্বর ২৫) সূত্র ধরে রাব্বিকে গ্রেফতার করা হয়। ওই মামলার বাদী হামিদা খাতুন (২১) নামে এক যুবতী অভিযোগ করেন, মোবাইল ফোনের মেসেঞ্জারের মাধ্যমে তাদের দুইজনের পরিচয় ও প্রেম হয়। পরিচয়কালে রাব্বি নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দেন। বেশ কিছুদিন পর পারিবারিক সমস্যার কথা বলে রাব্বি প্রতারণার মাধ্যমে ওই তরুণীর কাছ থেকে নগদ ৮০ হাজার টাকা নেন। এমনকি তার অফিসে ব্যবহৃত ল্যাপটপটিও কৌশলে হাতিয়ে নেন। এক মাসের মধ্যে টাকা ও ল্যাপটপ ফেরত দেয়ার কথা থাকলেও রাব্বি তা দেননি। যোগাযোগ করলে উল্টো তিনি হামিদাকে গালিগালাজ করেন।

মামলাটি পিবিআই স্বউদ্যোগে তদন্তের দায়িত্ব নেয়। এরপর তদন্তভার অর্পণ করা হয় পিবিআইয়ের এসআই রেজোয়ানের ওপর। তিনি মঙ্গলবার ভোররাতে ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রাব্বিকে গ্রেফতার করেন।

পিবিআইয়ের এসপি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বি তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ স্বীকার করেছেন। শুধু তাই নয়, এই যুবক সেনাবাহিনীর পোশাক পরে ছবি তুলে নিজের প্রকৃত পরিচয় গোপন করে প্রতারণা করছিলেন। একই কায়দায় তিনি আরো তরুণীর কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়েছেন বলেও স্বীকার করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!