যশোরে আরো ৭৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদরে মধ্যে ডাক্তার, সাংবাদিক, স্বাস্থ্যকর্মী, ব্যাংকার, চাকরিজীবী, গৃহিণী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। এই নিয়ে যশোরে আক্রান্ত দুই হাজার ছাড়াল।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার প্রকাশ হওয়া করোনা শনাক্তদের ৭৯ জনের মধ্যে যশোর শহরসহ সদর উপজেলার ১৮ জন, শার্শা উপজেলার ছয়জন, ঝিকরগাছায় ১২ জন, অভয়নগরে দুইজন, কেশবপুরে নয়জন, চৌগাছায় ১২ জন, বাঘারপাড়ায় দশজন এবং মণিরামপুর উপজেলায় দশজন রয়েছেন।
আক্রান্তদের মধ্যে আছেন যশোর মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রবিউল ইসলাম (৫৮), সাংবাদিক রিমন খাঁন (৫২) ও তার ভাই আশা খান (৬৩), রেলগেটের নাসরিন সুলতানা (৫০), লেবুতলার আব্দুল খালেক (৬০), বেজপাড়া মেইন রোড এলাকার জাহানারা বেগম (৭৬), রিফাত জাহান খান (৪৪), নিরুপমা বড়াল (৪৭), মৌমিতা বড়াল (২৪), উত্তম কুমার বড়াল (৬৯), মুক্তি চক্রবর্তী (৫০), সুশান্ত দে (৪০) ও অহনা (৩), লোন অফিস পাড়ার শেখ নাইমুদ্দিন (৫৭), লোহাপট্টির শাহনাজ পারভিন (৬০), নতুন উপশহরের খলিলুর রহমান (৬৫), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিজানুর রহমান (৫৫) ও বারান্দিপাড়ার আব্দুল গনি (৪৭)। চৌগাছা সোনালী ব্যাংকের মোতাসিম বিল্লাহ (৩৫), কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আব্দুল হামিদ (৪২), সোনালী ব্যাংকের সুমন কুমার রায় (৩০), শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফাহিমা খাতুন (৩২)।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, বৃহস্পতিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে যশোর জেলার ১৬৬ জনের নমুনা পরীক্ষা করে ৭৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেল। এদের মধ্যে মারা গেছেন ২৯ জন। আর সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ১৭৪ জন।
খুলনা গেজেট/এনএম