যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে পাঠানো করোনা রোগী হিসেবে শনাক্ত যশোরের বাসিন্দাদের মধ্যে সাংবাদিক, ডাক্তার, চিকিৎসাকর্মী রয়েছেন। এদিন যশোরের মোট ৫৪ জনের করোনা শনাক্ত হয়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এদিন আক্রান্তদের মধ্যে রয়েছেন দৈনিক সমাজের কথা পত্রিকার মেডিকেল রিপোর্টার এস হাসমী সাজু (৩৮) এবং একই পত্রিকার আরেক রিপোর্টার লাবুয়াল হক (৫০) ও তার স্ত্রী আনোয়ারা (৪৫)। সাংবাদিক সাজু যশোর নতুন উপশহরের বাসিন্দা ও লাবুয়াল হক সদর উপজেলার কেফায়েতনগরের বাসিন্দা।
আক্রান্তদের তালিকায় আছেন ডাক্তার সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডাক্তার গুলশান আরা রহমান (৩৫), তার দুই সন্তান নুসাইবা তাহসিন ও নাবিহা তাহসিন নাবা। এই দুই শিশুর বয়স যথাকক্রমে নয় মাস ও নয় বছর। এর আগে ডা. গুলশানের স্বামী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। আক্রান্তদের মধ্যে আরো আছেন ডা. গুলশানের শ্বশুর অধ্যাপক আব্দুস সালাম (৮২), শাশুড়ি সুরাইয়া বানু (৬৮)। অধ্যাপক সালাম যশোর সরকারি সিটি কলেজের সাবেক শিক্ষক।
খুলনা গেজেট / এনআইআর