খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা: আসামি ইরফান ৭ দিনের রিমান্ডে
হাসপাতালের টেন্ডার নিয়ে সুপার লাঞ্ছিত

যশোরে যুবদল নেতা হাবিবুল্লাহ বহিষ্কার, বিএনপির ছটলুকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর হাসপাতালে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম সরবরাহের টেন্ডার নিয়ে সুপারকে লাঞ্ছিত করার ঘটনায় জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শোকজ করা হয়েছে জেলা বিএনপির নেতা একে শরফুদ্দৌলা ছোটলুকে।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু এ তথ্য জানিয়েছেন। যা প্রেস বিজ্ঞপ্তি আকারে গণমাধ্যমে সরবরাহ করা হয়েছে।

জেনারেল হাসপাতালের পাঁচ কোটি টাকার চিকিৎসা উপকরণ সরবরাহের (এমএসআর) টেন্ডার নিয়ে জেলা বিএনপির সদস্য একে শরফুদ্দৌলা ছোটলুর নেতৃত্বে হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদকে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ ওঠে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল তত্ত্বাবধায়কের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। সিসিটিভিতে রেকর্ড হওয়া এ দৃশ্য বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।

বিষয়টি জেলা বিএনপি নেতৃবৃন্দের নজরে আসে। এরপর সংশ্লিষ্ট ঠিকাদার ও জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু জানিয়েছেন। এছাড়া, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একে শরফুদ্দৌলা ছটলুকে শো’কজ করা হয়েছে। তদন্তে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অ্যাড, সাবু।

সাবেরুল হক সাবু উল্লেখ করেছেন, বিগত পতিত আওয়ামী লীগ সরকারের টেন্ডারবাজি ও দখলবাজির কারণে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। তাই কোনোরকম টেন্ডারবাজি ও দখলবাজি বিএনপি সমর্থন করে না এবং ভবিষ্যতেও করবে না। এ কারণে বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের কোনো ব্যক্তি যদি এ ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে ন্যূনতম সংশ্লিষ্ট হন তাহলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা এবং প্রয়োজনে আইনি ব্যবস্থার আওতাভুক্ত হবেন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!