খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলেছে ৭ আবাসিক হল
  অন্যায়ভাবে ভিসি’কে অপসারণ করলে শিক্ষা কার্যক্রম বন্ধ: কুয়েট শিক্ষক সমিতি

যশোরে মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রেলগেট রায়পাড়া এলাকার চিহ্নিত কারবারি ফিরোজা বেগমের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সুরাইয়া সাহাব এ আদেশ দেন। ফিরোজা চাঁচড়া রায়পাড়ার আব্দুল জাফরের স্ত্রী।

আদালত সূত্র জানায়, ২০১১ সালের ৮ অক্টোবর কোতোয়ালি থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালায় শহরের রায়পাড়ায় এলাকায়। এসময় ফিরোজার ভাড়া বাড়ি তল্লাশি করে পুলিশ। ফিরোজার ঘরের খাটের নিচ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই তোফায়েল আহম্মেদ বাদী হয়ে মামলা করেন। মামলাটি তদন্ত করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ।

বুধবার রায় ঘোষণার দিনে ফিরোজার উপস্থিতিতে বিচারক এ আদেশ দেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!