যশোরের একটি আদালত মাদক মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন।
সাজাপ্রাপ্তরা হলেন, পাবনার ঈশ্বরদী উপজেলার শেরশাহ রোডের মৃত এবাদত হোসেনের ছেলে এনামুল হক এ্যানি ও যশোরের চৌগাছা উপজেলার কারিকরপাড়ার গ্রামের মৃত শাহজাহান বিশ্বাসের ছেলে রাজ্জাক ওরফে লেল্টু।
মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ সোহানী পূষণ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি আলতাফ হোসেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ২৬ জুলাই সকাল ৮টায় যশোরের চৌগাছা থানার সলুয়া ক্যাম্পের সদস্যরা সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এসময় ওই দুই আসামি ওই পথ দিয়ে যাওয়ার সময় তাদের কাছে থাকা দুটি ব্যাগ দেখে পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ তাদের দুইটি ব্যাগ তল্লাশি করে। এসময় ব্যাগের মধ্যে পলিথিনে থাকা ১৪ লিটার তরল ফেনসিডিল, পাঁচটি ফেনসিডিলের খালি কর্ক ও কিছু লেভেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় চৌগাছা থানায় মামলা হয়। মামলাটি তদন্ত করে চৌগাছা থানার এসআই বিপ্লব কুমার দত্ত আদালতে চার্জশিট জমা দেন। সর্বশেষ গত মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করেন বিচারক।আসামিরা পলাতক থাকায় আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।