যশোরে লকডাউন না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ও মাস্ক ব্যবহার না করায় শনিবার ভ্রাম্যমাণ আদালত গোটা শহরে ৪২টি বিভিন্ন মামলা দিয়েছে। এসময় তারা ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন শহরের ঈদগাহমোড় ও ঘোপে অভিযান চালিয়ে আটটি মামলা দিয়ে ৫৫ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান জেসটাওয়ার, চৌরাস্তা, আরএন রোডসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে দুটি মামলায় সাত হাজার টাকা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম আরএন রোড এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি মামলায় ৩ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেন।
এছাড়া, অভয়নগরে চারটি মামলায় ৩ হাজার ২শ’, কেশবপুরে ১০টি মামলায় ১০ হাজার ৩শ’, ঝিকরগাছায় একটি মামলায় এক হাজার, শার্শায় তিনটি মামলায় এক হাজার একশ’ ও চৌগাছায় একটি মামলায় ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
খুলনা গেজেট/এমএইচবি