খুলনা, বাংলাদেশ | ১৫ পৌষ, ১৪৩১ | ৩০ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল এক লাখ ১ হাজার
  জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন ভাইয়ের মৃত্যু
  সচিবালয়ে আগুনের তদন্ত চলমান থাকায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে, আলামত যেন নষ্ট না হয়, ক্রাইম সীন রক্ষায় এমন সিদ্ধান্ত : প্রেস সচিব
  শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

যশোরে বোমা ও ইয়াবাসহ উঠতি বয়সী ৮ সন্ত্রাসী আটক

যশোর প্রতিনিধি

যশোরের খড়কী কলাবাগান রেললাইন এলাকা থেকে ১০টি তাজা বোমাসহ বহুলালোচিত ৮ দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। উঠতি বয়সী এই আট দূর্বৃত্ত গত ৩/৪ বছর জুড়ে খড়কী, রেলগেট, রেলস্টেশন, কলাবাগানসহ কয়েকটি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। উঠতি সন্ত্রাসী পিচ্চি রাজার নেতৃত্বে চলা এই ৮ জনের চক্রকে আটকে সক্ষম হয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর ইন্টেলিজেন্স সুমন ভক্তের নেতৃত্বে কয়েকজন অফিসার গত কয়েকদিন গোয়েন্দা তৎপরতা চালিয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে খড়কী কলাবাগান রেললাইন এলাকা থেকে আটক করেন মোস্ট ওয়ান্টেড ৮ জনকে। তারা হচ্ছে, ওই এলাকার মুজিবর রহমান জাহাঙ্গীর ওরফে কালামের ছেলে রাজা ওরফে পিচ্চ রাজা ওরফে ছোট রাজা (১৮), খুলনা তেরখাদার পাতলা গ্রামের বায়েজীদ লস্করের ছেলে সাকিব লস্কর (১৮), একই গ্রামের তফসির মোল্লার ছেলে বিল্লাল মোল্লা (১৭), দেলোয়ার ঘরামীর ছেলে আকাশ ঘরামী (১৭), আজমল লস্করের ছেলে রাজীব লস্কর (১৮), খুলনা শহরের রেলওয়ে হাসপাতালের পাশের আমির হোসেনের ছেলে মনির হোসেন (২৪), মাদারিপুরের আমতলা প্রাইমারি স্কুলের পাশের ওলিয়ার রহমানের ছেলে স্বাধীন (১৮) ও মাদারিপুর ঘটচর এলাকার মৃত শাহাদৎ হোসেনের ছেলে শামীম হোসেন (১৭)।

গত কয়েক বছর যাবৎ খড়কী কলাবাগানের পিচ্চি রাজার নেতৃত্বে খুলনা ও মাদারিপুর এলাকা থেকে আসা ৭ উঠতি দুর্বৃত্ত যশোরে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপকর্ম করে বেড়াতো। পিচ্চি রাজার বিরুদ্ধে কোতোয়ালি থানায় ৮টি মামলা রয়েছে। এগুলো হলো, ডাকাতি, অস্ত্র, বিষ্ফোরক, চাঁদাবাজি ও মাদক মামলা। এছাড়া অন্যদের বিরুদ্ধে মামলা আছে বলে যশোর পুলিশ জানতে পেরেছে। মঙ্গলবার পিচ্চি রাজার মা শ্যামলির পরিত্যক্ত বাড়িতে বোমা ও ইয়াবাসহ ওই ৭ জনকে নিয়ে পিচ্চ রাজা অবস্থান করছিল। ওই বাড়িটি পুলিশ ঘেরাও করে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার হয় ১০টি তাজা বোমা ও ৮০ পিছ ইয়াবা ট্যাবলেট।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ চক্রটি শহরের রেলগেটসহ কয়েকটি এলাকায় সংঘর্ষ, বোমাবাজি, চাঁদাবাজি, ছিনতাই ডাকাতি, মাদক ব্যবসাসহ নানা অপকর্ম চালাচ্ছিল। তাদের বয়স ১৮ বছরের নিচে ও তারা উঠতি বয়সী সন্ত্রাসী। ওই চক্রে আরো কয়েকজন রয়েছে। একে একে তাদের আটক করা হবে। এ ব্যাপারে বিষ্ফোরক ও মাদক আইনে পৃথক মামলা হয়েছে।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!