খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
  গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ স্কুলছাত্র নিহত

যশোরে বিএনপির আরও ১৫ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে নাশকতা মামলায় বিএনপির আরও ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাদেরকে আটক করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আটকদের মধ্যে কোতোয়ালি থানার নাশকতা মামলায় রয়েছেন সাতজন। তারা হলেন, সদর উপজেলার চুড়ামনকাটি ছাতিয়ানতলা গ্রামের আবু তালেব সরদার, গোবিলার আবু তালেব সরদার, দক্ষিণ ললিতাদহের হাফিজুর রহমান, নওদা গ্রামের সোহেল রানা, কোদারিয়ার নান্নু মিয়া, টুকু ও হাটবিলা পূর্বপাড়ার লিটন হোসেন। আটক অন্যরা হলেন, শার্শা উপজেলার জাহাঙ্গীর হোসেন, অভয়নগরের হালিম, তুহিন মুন্সি, ঊজ্জ্বল শেখ, বাবুরাম ও শফিয়ার রহমান, চৌগাছার আব্দুর রহমান ও এসএম মিলন।

এদিকে, বৃহস্পতিবার সকালে অবরোধের সমর্থনে শহরের আরএন রোডে ঝটিকা মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। এসময়ে তারা অবিলম্বে সরকারের পদত্যাগের দাবি জানান।

এছাড়া, বিএনপির ডাকা টানা তিনদিনের অবরোধের শেষ দিন বুধবার সকাল থেকেই যশোরের বিভিন্ন মহাসড়কে যানবাহন চলাচল করেছে। গত দু’দিনের তুলনায় এদিন সড়কগুলোতে যানবাহন চলাচল ছিল অনেকটা বেশি। সকাল থেকেই বিভিন্ন রুটের যানবাহন যাত্রী নিয়ে চলাচল করেছে। তবে সন্ধ্যা থেকে দূরপাল্লার রুটের বাস যাত্রী নিয়ে যশোর থেকে ছেড়ে গেছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!