যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন শহরের বেজপাড়া এলাকার হানিফ মিয়ার ছেলে রিকশা চালক মুসা (৪৫) ও চৌগাছা উপজেলার জগদীশপুর ইউনিয়নের সরফরাজপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে বাঁশ বিক্রেতা ফজলু মিয়া (৬০)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন করিমন চালক আওয়াল হোসেন (৩০)। তিনি চৌগাছার সরফরাজপুর গ্রামের মৃত আবুল দফাদারের ছেলে।
হাসপাতাল সূত্র জানায়, বুধবার দুপুর ১টার দিকে মুসা শহরের রেলবাজারে রিকশার উপর বসে ভাড়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি ইজিবাইক তার রিকশার পেছনে ধাক্কা মারে। এতে তিনি নীচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
একই দিন দুপুর ২টার দিকে চৌগাছা উপজেলার ফজলু ও আওয়াল শহরের আরবপুরে বাঁশ বিক্রি করে নসিমনযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে জগহাটি নামক স্থানে পৌঁছালে নসিমনের সামনের চাকা খুলে যায়। এতে তারা দু’জন গাড়ি থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতলে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার ফজলুকে মৃত ঘোষণা করেন ও আওয়াল কে ভতি করেন।