খুলনা, বাংলাদেশ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  আসামিদের গ্রেপ্তারের ক্ষমতা পেলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা
  হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি
  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিতে বাধা নেই, হাইকোর্টে রিট খারিজ

যশোরে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে যৌতুক মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে পুলিশ কনস্টেবল মাসুম রেজার বিরুদ্ধে যৌতুকের অভিযোগে আদালতে মামলা হয়েছে। যশোর সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামের মৃত লুৎফর রহমানের মেয়ে তানিয়া খাতুন এ মামলা করেন।

সিনিয়র জুুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। মাসুম সদর উপজেলার কিছমত রাজাপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি বর্তমানে বাগেরহাট সদরের বালিয়াডাঙ্গা পুলিশ ক্যাম্পে কর্মরত আছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৫ ডিসেম্বর মাসুম রেজা তানিয়া খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর থেকে মাসুম যৌতুকের দাবিতে তার স্ত্রীকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন। বাধ্য হয়ে তানিয়া তার পিতার বাড়ি থেকে নগদ এক লাখ টাকা ও একলাখ টাকার মালামাল এনে দেন স্বামীকে।

কিছুদিন যেতে না যেতে তিনি আরো পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে গত বছরের ২০ ডিসেম্বর স্ত্রীকে মারপিট করে তাড়িয়ে দেন। এরপর যৌতুকের বিষয়ে মাসুম অনঢ় থাকায় বাধ্য হয়ে তিনি রবিবার আদালতে এ মামলা করেন।

 

খুলনা গেজেট/কেএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!