যশোরে র্যাব ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে নিষিদ্ধ আফ্রিকান মাগুর ও জেলিপুশ করা চিংড়ি জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে পৃথক অভিযানে এসব মাছ জব্দের পর ধ্বংস ও এর সাথে জড়িতদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ যশোরের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যার পর তাদের কাছে খবর আসে যশোর সদর উপজেলার কাজীপুর গ্রামের নুরুজ্জামানের হ্যাচারিতে নিষিদ্ধ ঘোষিত বিপুল পরিমাণ আফ্রিকান মাগুর মাছের পোনা মজুদ রয়েছে। এরই ভিত্তিতে তাৎক্ষণিক মেজর সাকিব নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাছিরকে সাথে নিয়ে সেখানে অভিযান চালান ও ঘটনার সত্যতা পান। পরে সেখান থেকে ৬০ কেজি আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দ করা হয়। একই সাথে অবৈধ কারবারে জড়িত থাকার দায়ে হ্যাচারি মালিক নুরুজ্জামানের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এরপর জব্দকৃত মাছের পোনা ধ্বংস করা হয়।
এদিকে, মঙ্গলবার মধ্য রাতে র্যাবের কাছে খবর আসে জেলি পুশ করা চিংড়ি নিয়ে সাতক্ষীরার শ্যামনগর থেকে তিনটি বাস যশোরের দিকে আসছে। খবর পেয়ে র্যাব ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষের সমন্বয়ে একটি টিম শহরের মনিহার এলাকায় অবস্থান নেন। পরে রাত ২টার দিকে ওই এলাকায় তিনটি বাস আটক করে র্যাব সদস্যরা। এসময় তারা বিপুল পরিমাণ জেলি পুশ করা চিংড়ি জব্দ করে। গাড়িতে মোট ২৪টি ককসিটে ৬শ’ কেজি চিংড়ি জব্দ করা হয়। এ সময় ওই তিন বাস মালিকের কাছ থেকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে জব্দকৃত জেলি পুশ করা চিংড়ি ধ্বংস করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন র্যাবের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমানসহ সদস্যরা।
খুলনা গেজেট/এনএম