যশোরের মণিরামপুর উপজেলার কুয়াদা বাজারে নির্বাচনী প্রচারনায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্বপন ভট্টাচার্য্য ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন সমর্থক আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার কুয়াদা বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুরে কুয়াদা বাজারে নির্বাচনী প্রচারণা নিয়ে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে পিটুনীতে দু’পক্ষের ৩ জন সমর্থক আহত হন। তারা স্থানীয় বাজার থেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এসময় এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করে।
খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছালে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে, সংঘর্ষের ঘটনার সংবাদে স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলীসহ দু’পক্ষের নেতৃত্ব স্থানীয়রা ঘটনাস্থলে যান ও তাদের সমর্থকদের শান্ত করেন।
এ বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ বলেন, খবর শুনেই আমরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কথাকাটাকাটি হলেও কোন সংঘর্ষ হয়নি বলে তিনি জানান।
খুলনা গেজেট/ টিএ