খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি
  ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
  মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি
  যাত্রীবাহী বাসের অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুটোতেই আগুন, পুড়ে নিহত ৪

যশোরে থেমে থেমে সারাদিনই বৃষ্টি, কনকনে শীতে জন-জীবনে দূর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, যশোর

আগেই আবহাওয়া বার্তা ছিল আজ বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে। সেই বার্তা সত্যি হয়েছে। এদিন ভোর থেকেই যশোরে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। একটানা চলে সকাল ১০টা পর্যন্ত। পরে বিকেল ৩টা থেকে ফের শুরু হয়ে এ বৃষ্টি রাত ৮টা পর্যন্ত অব্যাহত রয়েছে। কনকনে শীতের সাথে বৃষ্টিতে মানুষ কাহিল হয়ে পড়েছে। চরম দুর্ভোগে পড়তে হয়েছে খেটে খাওয়া শ্রমজীবী ও অফিসগামী মানুষকে। স্থবির হয়ে পড়েছে গোটা জনজীবন। এদিন সকাল ৬টায় যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ০২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস বলেছে, সকাল ১০টার পর থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি নাও হতে পারে, তবে বিকেলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যথারীতি বিকেল ৩টা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হবার পর রাত পর্যন্ত চলছে বৃষ্টিপাত। এরমধ্যে সারাদিনই যশোরে সূর্যের দেখা পাওয়া যায়নি।

আবহাওয়া অফিস আরো বলেছে, আগে থেকে সতর্ক করা হয়েছিল ১৮ জানুয়ারি খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় খুলনা, যশোরসহ বিভিন্ন স্থানে সকাল থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। আগামীকাল শুক্রবারও আকাশ মেঘলা থাকবে ও বৃষ্টি হতে পারে। তবে ২০ জানুয়ারির পর তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে বলে তিনি জানান।

এদিকে, কনকনে শীতের সাথে বৃষ্টিকে কাহিল হয়ে পড়েছে যশোরাঞ্চলের জনজীবন। এ পরিস্থিতিতে গরীব মানুষ পড়েছে সবচেয়ে বেকায়দায়। এ শীতে তাদের বেঁচে থাকা দায় হয়ে পড়েছে। তারা পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে নির্ঘুম রাত কাটাচ্ছেন। কঠিন শীত মোকাবেল করেই তাদের দিনর্তা পার করতে হচ্ছে।

খুলনা গেজেট/ এএজে

 

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!