খুলনা, বাংলাদেশ | ২৪ আশ্বিন, ১৪৩১ | ৯ অক্টোবর, ২০২৪

Breaking News

  ইউনিয়ন ব্যাংকের এমডি মোকাম্মেল ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ
  সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ২৩ বিচারপতি শপথ নিয়েছেন
  এনআইডির তথ্য ফাঁসের ঘটনায় সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকসহ ১৯ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে কাফরুল থানায় মামলা

যশোরে ‘থু ধর্ষক থু’,শ্লোগানে উত্তাল দড়াটানা চত্ত্বর

যশোর প্রতিনিধি

সারাদেশে ধর্ষণসহ অব্যাহত নারী নির্যাতনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। এসময় শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে উঠে শহরের দড়াটানা চত্তর। বৃহস্পতিবার সকালে শহরের দড়াটানা মোড় অবরুদ্ধ করে শিক্ষার্থীরা এ বিক্ষোভ করে। এসময় ধর্ষণকারীর ফাঁসির দাবিতে স্লোগান ও বক্তৃতা করা হয়।

যশোরের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে কয়েকশ’ শিক্ষার্থী ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে দড়াটানায় জড়ো হয়। তাদের দাবি সারাদেশের ধর্ষণকারীদের আইনের আওতায় এনে ফাঁসি দিতে হবে। যাতে দেশে আর কেউ ধর্ষণের সাহস না দেখায়।

শিক্ষার্থীরা যেসব ফেস্টুন বহন করেছিল তাতে লেখা ছিল, ‘কাপুরুষ বদলে যাও, ধর্ষক নয়-পুরুষ হও’, ‘থু ধর্ষক থু,’, ‘এক দুই তিন চার-ধর্ষক তুই দেশ ছাড়’, ‘আমার বাংলায়-ধর্ষকদের ঠাঁই নাই’ ইত্যাদি। প্রায় এক ঘণ্টা অবস্থানকালে দড়াটানায় স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন সাধারণ শিক্ষার্থীরা। পরে একই দাবিতে শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

 

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!