যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় মালবাহী ট্রেনের ইঞ্জিনে কেটে অজ্ঞাত (৩০) এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দু’জন। সোমবার (১২ অক্টোবর) রাতে অভয়নগর উপজেলার নওয়াপাড়া বেঙ্গলগেট রেলক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নওয়াপাড়া রেলস্টেশন সূত্র জানায়, রাত ৮টারদিকে বেঙ্গলগেট রেলক্রসিং এলাকায় রেললাইনের ওপর বসে তিনজন ফোনে কথা বলছিলেন। এসময় চুয়াডাঙ্গার দর্শনা থেকে একটি মালবাহী ট্রেন নওয়াপাড়া রেলস্টেশনে যাচ্ছিল। ট্রেনটি যখন বেঙ্গলগেট রেলক্রসিং এলাকায় পৌঁছায় তখন পাশের রেললাইনে অপর একটি মালবাহী ট্রেন শান্টিং করছিল। দর্শনা থেকে আসা ট্রেনের আলো দেখে তারা সামনে লাফ দিলে শান্টিং করা ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে একজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্য দুইজন। তাদের মধ্যে হোসেন আলী (২০) নামে একজনকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুভ্র প্রসূন মুখার্জী সাংবাদিকদের বলেন, হোসেন আলীর অবস্থা গুরুতর। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
নওয়াপাড়া রেলওয়ে স্টেশনমাস্টার মোঃ মহসিন রেজা মালবাহী ট্রেনের ইঞ্জিনে কেটে নিহত ও আহতের কথা নিশ্চিত করে বলেন, তাদের নাম পরিচয় জানা যায়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
খুলনা গেজেট/এআইএন