যশোর-নড়াইল সড়কের শ্রীরামপুরে ট্রাকোর চাপায় সিদ্দিক শেখ (৫০) নামে এক ব্যক্তি নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত সিদ্দিক বাঘারপাড়া উপজেলার দক্ষিন শ্রীরামপুর গ্রামের মৃত শুকুর শেখের ছেলে। শুক্রবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, একই গ্রামের মোস্তাক মোল্লার ছেলে আবু সুফিয়ান (২০), আক্কাস মোল্লার ছেলে সাহিদুল ইসলাম (১৮), বারিক মোল্লার ছেলে আব্দুল মজিদ (৪৮) ও জালাল মোল্লার ছেলে কবির হোসেন (৩৫)। তারা যশোর জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন বলে জরুরি বিভাগের চিকিৎসক আলী হাসান নিশ্চিত করেছেন।
আহতরা জানান, তারা মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যশোর-নড়াইল সড়ক পার হচ্ছিলেন। এসময় নড়াইলের দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ট্রাকের তলায় চাপা পড়ে নিহত হন সিদ্দিক শেখ। আহত হন তারা চারজন।
খুলনা গেজেট/এনএম