যশোরে চাঁদার দাবিতে মারপিট ও ভাঙচুরের অভিযোগে ছেলে মনিরুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন অসহায় পিতা। বুধবার শার্শা উপজেলার পাঁচভুলোট গ্রামের মশিয়ার রহমান বাদী হয়ে এ মামলা করেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরমান হোসেন অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন শার্শার থানার ওসিকে।
মামলায় বাদী উল্লেখ করেন, মনিরুল নেশায় আশক্ত হয়ে অপরাধমুলক কর্মকান্ডে জড়িয়ে পড়েছে। নিষেধ করলেও কর্ণপাত করে না। একপর্যায়ে মনিরুল তার পিতার কাছে দুই লাখ টাকা দাবি করে আসছিল। এ টাকা দিতে অস্বীকার করায় মনিরুল তার পিতা ও মাকে কুপিয়ে হত্যার হুমকি দেয়। গত ৭ আগস্ট মনিরুল গাছিদা নিয়ে ঘরের সামনে এসে দুই লাখ টাকা চেয়ে গালিগালাজ শুরু করে। এ সময় তার মা ঘর থেকে বের হয়ে আসলে তাকে হত্যার উদ্দ্যেশে হামলা করলে অন্যরা এসে বাধা দেয়। এরমধ্যে মনিরুল ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। বর্তমানে মনিরুলের ভয়ে তার মা বাড়ি ছাড়া। যে কোন সময় মনিরুল বাবা ও মাকে খুন-জখম করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
খুলনা গেজেট/ টি আই