খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  বিজিবির সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম বিমানবন্দরে আটক; স্ত্রী সহ কানাডার উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি
  ব্যক্তিগত আয়কর দেয়ার সময় বাড়লো ৩১ জানুয়ারি পর্যন্ত কোম্পানির ক্ষেত্রে ১৫ ফেব্রুয়ারি : এনবিআর

যশোরে ছুরিকাঘাতে ব্যবসায়ী জখম

যশোর প্রতিনিধি

যশোরে ইমরুল হোসেন (২৪) নামে এক গেঞ্জি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় আরাম সু স্টোরের সামনে এ ঘটনাটি ঘটে। আহত ইমরুল শহরের ঘোপ বউবাজার ধানপট্টির আকরাম আলীর ছেলে।

আহত ইমরুল ও তার স্বজনরা জানান, একই এলাকার পারভেজ, রানা, নূরনবী পূর্বশত্রুতার জের ধরে তার পশ্চাদ্দেশে ছুরি মেরে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের সার্জারি ওয়ার্ডে দায়িত্বরত ডাক্তার রুবেল মোল্লা জানান, ইমরুলের শরীরের তিনটি স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা খুলনায় রেফার করা হবে।

কোতয়ালী থাানার ওসি মনিরুজ্জামান জানান, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। কারা কী কারণে তাকে ছুরিকাঘাত করেছে পুলিশ তা খতিয়ে দেখছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!