যশোরে দিনে-দুপুরে এক যুবককে ছুরিকাঘাত করেছে ছিনতাইকরীরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারোটায় শহরের সিটি কলেজপাড়ার বৌ বাজারে এ ঘটনাটি ঘটেছে।
আহত রাব্বি (২৭) সিটি কলেজপাড়ার রাজ শিকদারের ছেলে।
আহত রাব্বি জানায়, একই এলাকার রাসেল তাকে ধারালো অস্ত্রের মুখে বাজারের পাশে ডেকে নিয়ে যায়। এরপর তার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেবার চেষ্টা করে। না দেয়ায় রাসেল তাকে ছুরিকাঘাত করে। এসময় রাব্বি চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসলে সে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল জানান, খবর পেয়ে বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। অপরাধী আটক হবে।
খুলনা গেজেট/এএজে