খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে ৭ খুনে জড়িতদের বিচার দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু
  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

যশোরে ছিনতাইকারীর কবলে পড়ে ছাত্রদলের সাবেক নেতা নিহত

যশোর প্রতিনিধি

যশোরে ছিনতাইকারীর কবলে পড়ে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন মুন্না নিহত হয়েছেন। গত ৯ আগষ্ট ভোররাতে যশোর-নড়াইল সড়কের দাইতলা রাস্তার মাঝখানে ছিনতাইকারীরা গলায় তার পেঁছিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এসময় তারে তার গলা কেটে তিনি গুরুতর আহত হন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন মনির হোসেন মুন্না। ওইদিন ভোররাতে তিনি গুরুত্বপূর্ণ একটি কাজে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিলেন। পথে নড়াইল সড়কের দাইতলামোড়ে পৌছালে ছিনতাইকারীরা সড়কে দড়ি বেধে তার পথরোধ করে। এরপর ছিনতাইকারীরা তার হাত-পা বেধে গলায় বৈদ্যুতিক তার পেচিয়ে রাস্তার উপর ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

প্রায় একঘন্টা পর পথচারীরা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বৃহস্পতিবার ভোরে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথে দৌলতদিয়া ফেরিঘাটে পৌছালে তার মৃত্যু হয়। দুপুর ১২টার দিকে তার লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে আনা হয়। এখানে লাশের ময়না তদন্ত হয়েছে। এ ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!