কার্ভাডভ্যান চুরি করে বিক্রির সময় র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা গাড়ি চোর সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের দখলে থাকা একটনের ছোট একটি কার্ভাডভ্যান উদ্ধার হয়।
এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। আসামিরা হচ্ছে, বরিশাল জেলার বানারিপাড়া থানার লবনসারা গ্রামের মীর বাদলের ছেলে মীর কাইয়ূম, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কাটুনিয়া গ্রামের সাজ্জাদ গাজী ও একই উপজেলার কামাল হোসেন ফেরদৌস হোসেন।
র্যাব-৬ যশোর ক্যাম্পের এসআই লুৎফর রহমান বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় শনিবার দুপুরে এ মামলাটি করেন।
মামলায় বলা হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শহরের ষষ্টিতলা বসন্ত কুমার রোডের মনোয়ার হোসেন তরুর বাড়ির দক্ষিণপাশে ডাক্তার মুশফিকুর রহমানের গ্যারেজের সামনে তিনজন একটি চোরাই ছোট কার্ভাডভ্যান এনে বিক্রির উদ্দেশে অবস্থান করছিল। এসময় র্যাব অভিযান চালালে তাদের উপস্থিতি টের পেয়ে ৩ জন চোরা কারবারি পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে তাদের তিনজনকে আটক করা হয়। তাদের দখল হতে ৩টি মোবাইল ফোন ও গাড়িটি জব্দ করা হয়। এসময় তারা গাড়ি চুরি কথা স্বীকার করে।
খুলনা গেজেট/ এস আই