যশোর শহরের মিশনপাড়ায় সন্ত্রাসীদের পাঁচ লাখ টাকা চাঁদা না দেয়ায় রওনকুল করিম রিমনের বাড়ির প্রবেশের রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। সন্ত্রাসীদের ভয়ে তিনি বাড়িতে বসবাস করতে পারছেন না। রোববার (২৪ অক্টোবর) প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে রওনকুল করিম রিমন জানান, তার বাড়ির সামনের রাস্তাটি জেলা প্রশাসকের। যার আর এস নম্বর ৭২২৭। দীর্ঘদিন ধরে তার পরিবার জায়গাটি ব্যবহার করে আসছে। এলাকার সন্ত্রাসী নাদিম ওই রাস্তা ব্যবহার করার জন্য তাদের কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। এ টাকা দিতে অস্বীকার করলে তারা জোরপূর্বক রাস্তাটি বন্ধ করে দেয়। এরপর তারা বাড়ির ভাড়াটিয়াদের বের করে দেয়। এখানেই তারা থেমে থাকেনি। নাদিমের নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। ওই স্থানে তার আরো দুটি বাড়িতে সন্ত্রাসীরা মাদক সেবনের আস্তানা গেড়েছে। ওই সন্ত্রাসীদের হাত থেকে রেহায় পেতে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রনকুলের খালাতো ভাই মেহেদী হাসান, প্রতিবেশী আসাদুজ্জামান, হাসানুল বাশার ও অ্যাডভোকেট ইশতিয়াক হোসেন প্রমুখ।
খুলনা গেজেট/ টি আই