যশোরে পারিবারিক কলহের জের ধরে কাজল রেখা (৪২) নামে এক গৃহবধূকে মারপিট করে তার মাথার চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে। নির্যাতিতা ওই গৃহবধূ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ওই গ্রামের নওয়াব আলীর স্ত্রী। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার মালঞ্চী গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গৃহবধূ অভিযোগ করে বলেন, ‘আমার বাড়ির সাথেই রয়েছে মুদি দোকান। ওই দোকান চালিয়ে দোকানের বেচাকেনার উপর নির্ভর করে আমার সংসার চলে। কিন্তু আমার দেবর রিপন, আজগর ও আক্তার শনিবার দোকান নিয়ে পূর্ব বিরোধের জের ধরে আমাকে মারপিট করেন। এ সময় আক্তারের স্ত্রী বিলকিস, আজগরের স্ত্রী বিউটি এবং রিপনের স্ত্রী জোসনা আমার মাথার চুল কেটে দেয়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।’
তিনি বলেন, আমার স্বামী মারা যাওয়ার পরে আমাকে নিয়ে দেবররা নানা রটনা শুরু করে। পরে বাধ্য হয়ে আমি আমার শ্বশুর পক্ষের এক আত্মীয় নওশেরকে বিয়ে করি। এরপর থেকেই দেবররা আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই জের ধরে এদিন আমাকে মারপিট ও চুল কেটে নিয়েছে।
জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জসিম উদ্দীন বলেন, ‘কাজল রেখার শরীরের বিভিন্ন স্থানে চাপা আঘাত রয়েছে। তার মাথার চুল কাটার বিষয়টি স্পর্শকাতর। আমি তাকে ভর্তি করে মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসার জন্য পাঠিয়েছি।’
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘এ রকম কোন অভিযোগ আমার কাছে আসেনি। বিষয়টি খোঁজ নেয়া হচ্ছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
খুলনা গেজেট/ এস আই