যশোরের লেবুতলায় গণস্বাস্থ্য হাসপাতাল নির্মাণের জন্য জমি রেজিস্ট্রি এবং জমি পরিদর্শন করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। রোববার (৫ জুন) দুপুরে যশোর রেজিস্ট্রি অফিসে তিনি এ জমি রেজিস্ট্রি করেন।
এরআগে তিনি এদিন সকাল সাড়ে আটটায় ঢাকা থেকে বিমানযোগে যশোর আসেন। গণস্বাস্থ্য লেবুতলা হাসপাতাল নির্মাণের জন্য মরহুম বীর মুক্তিযোদ্ধা অরুণ কুমারের স্ত্রী অরুনা খান ও তার ভাই মৃত সুধাংশু কুমার খান এর স্ত্রী কল্পনা রাণী খান তাদের বসতবাড়ির ৫৫ শতক জমি গণস্বাস্থ্য হাসপাতালের নামে দান করেন। দুপুর ২টার দিকে ডা. জাফরুল্লাহ এ জমি যশোর রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি সংক্রান্ত কার্যক্রম সেরে লেবুতলায় জমিটি পরিদর্শন করেন।
এসময় তিনি জমিদাতাদের বসতবাড়িতে সাংবাদিকদের সাথে কথা বলেন। ডা. জাফরুল্লাহ জানান, গণস্বাস্থ্য কর্তৃক আগামী জুলাই মাস হতে ওই জমিতে ৬ তলা বিশিষ্ট হাসপাতাল তৈরির কাজ শুরু হবে। প্রাথমিক পর্যায়ে তিনতলা ভবন নির্মাণ করা হবে। তিনি আরো জানান, এ হাসপাতালে কিডনি ডায়ালাইসিসসহ সর্বরোগের চিকিৎসা ব্যবস্থা থাকবে।
জমি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, তার স্ত্রী নির্বাহী পরিচালক গণস্বাস্থ্য কেন্দ্র শিরিন হক, মনজুর কাদের, বিনয় কৃষ্ণ মল্লিক প্রমুখ। ডা. জাফরুল্লাহ এসব আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা সাতটায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্য যাত্রা করেন।