যশোরে কিশোর গ্যাংয়ের আরো চার সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বার্মিজ চাকু। মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়।
পুলিশ দাবি করেছে, আটককৃতরা ছিনতাইকারী কিশোর গ্যাংয়ের সদস্য। কোতোয়ালি মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর আগে গত ৯ ডিসেম্বর শহরের জিলা স্কুল এলাকা থেকে ৯ কিশোরকে চাকুসহ আটক করে পুলিশ।
মঙ্গলবার রাতে আটককৃতরা হলো, শহরের ঘোপ সেন্টাল রোডের মৃত সুরুজ খানের ছেলে রাব্বী (১৯), খড়কী কাসারদীঘি এলাকার আব্দুল জব্বারের ছেলে তানভীর হোসেন ইমন (১৯), বেজপাড়া গোলগোল্লা মোড় এলাকার আলমগীর হোসেনের ছেলে রায়হান ইসলাম তুর্য্য (১৯) ও সদর উপজেলার নোঙ্গরপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে সাকিবুর রহমান সাদী (১৯)।
মামলায় বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে যশোর পৌরপার্কের মধ্যে জুবায়ের হোসেন ও সোহান হোসেন নামে দুই স্কুল ছাত্রকে ধরে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের চেষ্টা করে কিশোর ছিনতাইকারীরা। এসময় জুবায়ের ও সোহান প্রতিবাদ করলে ছিনতাইকারীরা ছুরির আঘাতে তাদের সামান্য আহত করে। সংবাদ পেয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে দুটি বার্মিজ চাকুসহ আটক করে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী শহরের বেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরো দু’জনকে আটক করা হয়। তাদের কাছ থেকেও দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা সংঘবদ্ধ কিশোর গ্যাং ছিনতাইকারী চক্রের সদস্য বলে তারা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
খুলনা গেজেট/ এস আই