যশোরে করোনায় আরো একজনের মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরো একজন। এ নিয়ে গত দু’দিনে মারা গেলেন ৫ জন। গত ২৪ ঘন্টায় ৪৪৪ জনের নমুনা পরীক্ষা করে ২০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুসারে শনাক্তের হার ৪৫ দশমিক ৯৫ শতাংশ।
যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডাক্তার রেহেনেওয়াজ জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় যশোরের ৪৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২০৪ জনের করোনা পজিটিভ হয়েছে। এরমধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ২৭১টি নমুনা পরীক্ষায় ১১৬ জন ও জেনারেল হাসপাতালের র্যাপিড এন্টিজেন ১৭৩টি পরীক্ষায় ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলা এলাকায় ১৫৯ জন, অভয়নগর উপজেলায় ১ জন, চৌগাছা উপজেলায় ৭ জন, ঝিকরগাছা উপজেলায় ২৬ জন, কেশবপুর উপজেলায় ৫ জন, মণিরামপুর উপজেলায় ২ জন ও শার্শা উপজেলায় ৪ জন রয়েছেন।
এসময়ে হাসপাতালের রেডজোনে করোনা ওয়ার্ডে মারা গেছের একজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরো একজন। হাসপাতালের ভর্তি রেড ও ইয়োলোজোনে ভর্তি আছেন ১২ জন। আইসোলেশনে ১২শ’ ৭৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। যশোরে করোনায় মোট মারা গেছেন ৫শ’ ১৮ জন।
এ পর্যন্ত যশোরে করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা ২৩ হাজার ৪শ’ ৪৮ জন, সুস্থ হয়েছেন ২১ হাজার ৪শ’ ৩৪ জন।
খুলনা গেজেট/এএ