যশোরে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৭ জন ও উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪১ জন। এছাড়া একদিনে ৫২৪টি নমুনা পরীক্ষা করে ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার ৬২৮ জন। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ।
সিভিল সার্জন অফিসের তথ্য অনুসারে, যশোরে গেল ২৪ ঘণ্টায় হাসপাতালের ৫২৪টি নমুনা পরীক্ষা করে ১৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুসারে শনাক্তের হার ২৭ দশমিক ০৯ শতাংশ। এর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ৩৫৫টি নমুনা পরীক্ষায় ৯৫টি পজিটিভ, হাসপাতালের র্যাপিড অ্যান্টিজেন ১৫৮টি পরীক্ষায় ৪৩টি ও জিন এক্সপার্ট ১১টি পরীক্ষায় ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ১১৬ জন, কেশবপুরে ৪, ঝিকরগাছায় ২, অভয়নগরে ১৩, শার্শায় ১ ও চৌগাছায় ৬ জন শনাক্ত হয়েছেন।
এদিন যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেডেট ওয়ার্ড রেডজোনে ভর্তি আছেন ৮৮ জন করোনা রোগী। উপসর্গ নিয়ে ইয়োলোজোনে ভর্তি আছেন ৪৬ জন।
খুলনা গেজেট/এনএম