খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজধানীর উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেপ্তার
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৮৩
  ১৬ ডিসেম্বর ঘিরে কোনো ধরণের হামলার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

যশোরে করোনায় ৭ জনের মৃত্যু, শনাক্ত ৬৫

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গ নিয়ে ১ জন মারা গেছেন। এছাড়া একদিনে ২৭৬টি নমুনা পরীক্ষা করে ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৩০ জন। মোট করোনা রোগীর সংখ্যা ১৮ হাজার ২শ’ ০৭জন। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ।

সিভিল সার্জন অফিসের তথ্য অনুসারে, যশোরে গেল ২৪ ঘণ্টায় হাসপাতালের ২৭৬টি নমুনা পরীক্ষা করে ৬৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুসারে শনাক্তের হার ২৩ দশমিক ৫৫ শতাংশ। তবে এদিন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে করোনা পরীক্ষার কোন ফলাফল পাওয়া যায়নি। কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে বিকেল ৪টা পর্যন্ত এ সংক্রান্ত কোন তথ্য যশোর স্বাস্থ্য বিভাগকে জানায়নি। শুধুমাত্র যশোর হাসপাতালের র‌্যাপিড অ্যান্টিজেন ২৬৮টি পরীক্ষায় ৬২ জনের ও জিন এক্্রপার্ট ৮টি পরীক্ষায় ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ২০ জন, কেশবপুরে ৩, ঝিকরগাছায় ১১, অভয়নগরে ১৮, মণিরামপুরে ৪, বাঘারপাড়ায় ১, শার্শায় ৪ ও চৌগাছায় ৪জন শনাক্ত হয়েছেন।

এদিন যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেডেট ওয়ার্ড রেডজোনে ভর্তি আছেন ৮৬ জন করোনা রোগী। উপসর্গ নিয়ে ইয়োলোজোনে ভর্তি আছেন ৪২ জন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!