যশোরে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে ছয়জনের মৃত্যু ঘটেছে। এদের মধ্যে ২ জন করোনায় এবং ৪ জনের উপসর্গে মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় ৩২১ জনের নমুনা পরীক্ষায় ১৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় তুলনায় শনাক্তের হার ৪০ দশমিক ৪৯ শতাংশ।
মঙ্গলবার যশোর জনোরেল হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু হয়েছে। এরা হলেন, শহরের রেলগেট এলাকার শামসুর রহামনের ছেরে হায়দার আলী (৬৫), বাঘারপাড়া উপজেলার খলসী গ্রামের আলী আহমেদের স্ত্রী শাহিদা বেগম (৭০), ঝিকরগাছা উপজেলার বর্হিরামপুর গ্রামের লোকমান বিশ্বাসের ছেলে রওশন (৭১), মণিরামপুর উপজেলার খেদাপাড়া গ্রামের সানা গাজীর ছেলে ওহাব গাজী (৬২), সদর উপজেলার সিরাজসিংহা গ্রামের মৃত নূর গাজীর ছেলে আবুল হোসেন (৭২) ও কেশবপুর উপজেলার ঘাঘা গ্রামের জাহান আলীর ছেলে বাবর আলী (৬৫)। এরা সবাই করোনা উপসর্গে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে ও মঙ্গলবার সকালে মৃত্যুবরণ করেছেন। বর্তমানে হাসপাতালের করোনা ওয়ার্ডের রেডজোনে ১২, ইয়েলো জোনে ২০ জন চিকিৎসাধীন রয়েছেন।