খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

যশোরে ‘কঠোর লকডাউন’ ৭ দিন বাড়লো

যশোর প্রতিনিধি

যশোরে করোনা সংক্রমণের হার আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাওয়ায় ‘লকডাউন’ আরো সাতদিন বাড়ানো হয়েছে । সোমবার (২১ জুন) রাতে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে, এবার বিধিনিষেধে আরো কঠোরতা আনা হয়েছে।

বুধবার (২৩ জুন) সকাল ৬টা থেকে ২৯ জুন রাত ১২টা পর্যন্ত এ বিধিনিষেধ মেনে চলতে হবে যশোরবাসীর।

বিধিনিষেধের মধ্যে উল্লেখযোগ্য হলো, এবারে কাঁচাবাজার, মাছ বাজার, ফুল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে। একইসাথে সকল প্রকার দোকানপাট, শপিংমল, হোটেল, রেস্তোরা, চায়ের দোকান, বিপনী বিতান বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। ওষুধের দোকান সার্বক্ষণিক খোলা রাখা যাবে।

এছাড়া জেলার অভ্যন্তরীন সকল রুটে বাসচলাচল, গণপরিবহন ও ট্রেন চলাচল বন্ধ থাকবে। সাথে সিএনজি, রিক্সা, ভ্যান, অটোরিকশা- ভ্যান, মোটরসাইকেল, থ্রি হুইলারসহ সকল যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে রোগী ও জরুরি পরিবহন সেবা চালু থাকবে। মসজিদে প্রতি নামাজের ওয়াক্তে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমসহ ৫ জন ও জুম্মার নামাজে ২০ জন মুসল্লীর বেশি অংশ নিতে পারবেন না। এছাড়া মাস্ক পরিধান ও বাইরে প্রবেশে নিষেধাজ্ঞাসহ অন্যান্য সকল নির্দেশনা বলবৎ থাকবে।

মঙ্গলবার (২২ জুন) জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসনের উদ্যোগে এদিন সকাল থেকেই শহরময় মাইকিং করা হয়েছে।

 

খুলনা গেজেট/এমএইচবি

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!