যশোরে পুলিশ ও র্যাবের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ১ কেজি ৭শ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে। এরা হচ্ছে, যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া চঞ্চলের বাড়ির ভাড়াটিয়া মৃত রহমান গাজীর ছেলে মুন্না গাজী, বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের এজবার আলীর ছেলে সাজজুল আলী ও যশোর সদর উপজেলার লেবুতলা দত্তপাড়ার পরিতোষ দত্তর ছেলে প্রহলাদ দত্ত।এ ঘটনায় কোতয়ালি থানায় বৃহস্পতিবার মাদক আইনে পৃথক তিনটি মামলা হয়েছে।
চাঁচড়া ফাঁড়ির এসআই মফিজুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে শহরতলীর চাঁচড়া চেকপোস্টে অভিযান চালিয়ে সাজজুলকে আটক করা হয়। তার শরীর তল্লাশী করে পায়ের হাটুর নীচে অভিনব কায়দায় কসটেপ দিয়ে প্যাচানো অবস্থায় ১ কেজি ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে, ফুলবাড়ী পুলিশ ক্যাম্পের এএসআই আমিরুল ইসলাম যশোর-মাগুরা সড়কের মনোহরপুর বাজারস্থ ইছালী রোডে চেকপোস্ট বসিয়ে তল্লাশীকালে বাজাজ সিটি মোটরসাইকেল (যশোর হ- ১৪-১৫৮২) আরোহীর মধ্যে প্রহলাদ দত্তকে আটক করেন। এসময় তার সহযোগী সদর উপজেলার লেবুতলা তেঁতুলতলার আলী হোসেন বক্সের ছেলে সাগর হোসেন দৌড়ে পালিয়ে যায়। আটক প্রহলাদ দত্তের শরীর তল্লাশী করে বিশেষ কায়দায় বাধা ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া, র্যাব-৬ যশোরের সদস্যরা শহরের চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টির সোহরাব হোসেন ছুটুর বাড়ির সামনে থেকে মুন্না গাজী নামে এক গাঁজা বিক্রেতাকে আটক করে। তার কাছ থেকে ৪শ’ গ্রাম গাঁজা, নগদ ৭৪০ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
খুলনা গেজেট / এমএম