খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২০২৫ সালে দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন, একটানা বন্ধ ২৮ দিন
  চাঁদপুরে মালবাহী জাহাজ থেকে ৭ মরদেহ উদ্ধার ; মুমূর্ষু ১
  ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যশোরে আলাউদ্দিন খুনের ঘটনায় ৭ জনের নামে মামলা

যশোর প্রতিনিধি

যশোরে যুবক আলাউদ্দিন (২০) খুনের ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। এতে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করা হয়েছে। নিহত যুবকের বাবা শুকুর আলী শুক্রবার গভীর রাতে মামলাটি দায়ের করেন।

মামলায় আসামিরা হচ্ছে, যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর কুমারপাড়ার রবিউলের ছেলে শুভ, বারান্দীপাড়া টাওয়ার মোড়ের রাজ্জাকের ছেলে শাহারাজ, বারান্দী মোল্যাপাড়ার শামীমের ছেলে শরিফ, একই এলাকার বদরুদ্দিনের ছেলে রিপন, শহিদের ছেলে রাজ বাবু, বাপ্পী, হেদায়েতসহ অজ্ঞাত ৩/৪জন।

যশোর শহরের আরবপুর কলুপাড়ার মৃত ফজলুল করিমের ছেলে শুকুর আলী মামলায় বলেছেন, ‘তিনি আরবপুর মোড়ে ছোট খাটো খাবার হোটেলের ব্যবসা করেন। তার সেজ ছেলে আলাউদ্দিন ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। ১৭ জুলাই সকাল ৭ টায় আলাউদ্দিনের মোবাইলে একটি ফোন আসলে সে বাড়ি হতে বারান্দীপাড়ার উদ্দেশ্যে রওনা হয়। সকাল ১০ টায় সে পূর্ব বারান্দীপাড়া মালোপাড়া লিচুতলা এ ওয়ান স্কুলের সামনে মদন কুমারের বাড়ির পাশে পৌছালে পরিকল্পিতভাবে আসামিরা আলাউদ্দিনকে ছুরিকাঘাত ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মোটর সাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় আলাউদ্দিনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!