যশোর সদর উপজেলার ঘোড়াগাছা গ্রামে আফিল মুরগি ফার্মে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, যা মুহূর্তেই গোটা ফার্মে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী গ্রামবাসী জানান, এদিন দুপুরে হঠাৎ করেই ফার্মের ভেতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। যা মুহুর্তে গোটা ফার্মে পড়ে। এসময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, বিকেল ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৪টা ২৫ মিনিটে সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয়।
তিনি আরও জানান, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত না হওয়া গেলেও প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আফিল লেয়ার ফার্মের কর্মকর্তারা জানিয়েছেন, এ অগ্নিকাণ্ডে তাদের বিপুল পরিমাণ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খুলনা গেজেট/এএজে