যশোরে বিএনপি-জামায়াতের ডাকা টানা তিনদিনের অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। সকাল থেকেই সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যশোর কেন্দ্রীয় বাসটার্মিনাল, মণিহার বাসস্ট্যান্ড, চাঁচড়া মোড়, খাজুরা বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার রুটের কোনো বাস ছেড়ে যায়নি। তবে মালবাহী ট্রাক বিক্ষিপ্তভাবে বিভিন্ন সড়কে চলাচল করেছে। মানুষ বিকল্প হিসেবে ইজিবাইক ও থ্রি হুইলারে নিজ নিজ গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছে। এদিকে, পুলিশ অবরোধকারী সন্দেহে শহরের বিভিন্ন স্থান থেকে ১৪ জনকে আটক করেছে।
বিএনপি অবরোধের পক্ষে সকালে বিভিন্ন এলাকায় মিছিল করে। বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে সকাল নয়টার পরে যশোর-মাগুরা মহাসড়কে মিছিল করে নেতাকর্মীরা। এর আগে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে যশোর-মাগুরা সড়কে মিছিল করে বিএনপি।
অপরদিকে, শহরে অবরোধ বিরোধী কর্মসূচি পালন করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন। মোটরসাইকেলে করে তারা শহরের বিভিন্ন সড়কে মহড়া দেয়। এতে মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয়। এদিকে, সোমবার রাতে পরিবহন সেক্টরের নেতাদের সাথে বৈঠক করে অবরোধে গাড়ি চালানোর দাবি করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। পরিবহন নেতারা ওইসময় গাড়ি চালাতে রাজি হন। আওয়ামী লীগ নেতারা তাদেরকে আশ্বস্ত করেন, অবরোধে গাড়ি চালাতে গিয়ে যদি কোনো রকম ক্ষয়ক্ষতি হয়, তাহলে তার ক্ষতিপূরণ তারা দেবেন। কিন্তু সকালে কোনো গাড়ি চলেনি।
রাতের ওই বৈঠকে জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি, ইন্টারডিস্ট্রিক বাস সিন্ডিকেট-আইডিবিএস যশোরের সাধারণ সম্পাদক পবিত্র কাপুড়িয়া, যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক অসীম কুন্ডু, যশোর বাস মলিক সমিতির সাধারণ সম্পাদক এএসএম চাকলাদার, সীমান্ত পরিবহন বাস মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম চান্দু, খাজুরা বাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল আলম মিন্টু, যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বিশ্বনাথ বিশু, যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক শাহিন কবির, যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোর্তজা হোসেন, যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির কোষাধ্যক্ষ মাসুদ রানা বাবু ও যশোর বাস মলিক সমিতির প্রচার সম্পাদক অসীম দত্ত উপস্থিত ছিলেন।
থানা পুলিশের একটি সূত্র জানায়, গত রাত থেকে দুপুর পর্যন্ত থানা পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে অবরোধকারী সন্দেহে আটক করেছে। তাদেরকে নাশকতা সংক্রান্ত মামলায় আদালতে চালান দেবার প্রক্রিয়া চলছে বলে সূত্রটি জানিয়েছে।
খুলনা গেজেট/এনএম