বিএফইউজে’র সাবেক নেতা, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু ভারতে গিয়ে হার্টঅ্যাটাকে আক্রান্ত হয়েছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ভারতের নারায়ণী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় তার নিজের ফেসবুক আইডিতে এ সংক্রান্ত পোস্টে তিনি অসুস্থতার কথা জানিয়েছেন।
সাংবাদিক আনোয়ারুল কবির নান্টুর স্ত্রী সালমা খাতুন বলেছেন, বুধবার সকালে তিনি একাই চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যান। এরপর তিনি ওইদিন সন্ধ্যায় নারায়নী হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখান। বৃহস্পতিবার বিকেলে তিনি বুকে ব্যাথা অনুভব করলে আবারও নারায়নী হাসপাতালে ডাক্তারের কাছে যান। এসময় ডাক্তারের চেম্বারেই তিনি হার্টঅ্যাটাকে আক্রান্ত হন। চিকিৎসক দ্রুত তাকে নারায়নী হাসপাতালে ভর্তি করেন ও তাকে ফোন করে অস্থতার খরব জানান। ডাক্তার জানিয়েছেন, বোর্ডের সিদ্ধান্তে তার জরুরি অস্ত্রপোচারের প্রয়োজন। এজন্য তাদেরকে টাকা নিয়ে দ্রুত ভারতে যেতে ডাক্তার অনুরোধ জানিয়েছেন।
তিনি বলেন, ভারতের ওই হাসপাতালে তিনি একাই রয়েছেন। তার কাছে টাকা ও ভিসার মেয়াদও নেই। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি আরো বলেন, তাদের আত্মীয় স্বজন কারো ভারতীয় ভিসা নেই। তারপরও শুক্রবার সকালে তার একজন আত্মীয়কে ভারতে পাঠানো হচ্ছে।
খুলনো গেজেট/কেডি