যশোরের চিহ্নিত সন্ত্রাসী শুভকে অস্ত্র, ফেনসিডিল ও দুই সহযোগিসহ আটক করেছে পুলিশ। আটক শুভ বেজপাড়া ফুড গোডাউন এলাকার রবিউল ইসলামের ছেলে। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি গুলি ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
সহযোগিরা হলো, টিবি ক্লিনিক এলাকার মিরাজ বিশ্বাসের ছেলে আলী রাজ বিশ্বাস অপূর্ব ও ফুড গোডাউন এলাকার ইমান আলীর ছেলে সবুজ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় শহরের ফুড গোডাউন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় এসআই তাপস মন্ডল বাদী হয়ে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, কোতোয়ালি থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনার সময় বেজপাড়া ফুড গোডাউন এলাকায় পৌছালে ওই তিন আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ওই তিনজনকে আটক করে। আটকের পর শুভর দেহ তল্লাশি চালিয়ে একটি দেশি শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। এছাড়া আলী রাজের কাছে ১০ বোতল ও সবুজের কাছ থেকে আরও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলার পর শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই তরফদার জানান, শুভ যশোরের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে।
খুলনা গেজেট/ এস আই