খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪৫
  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি

যশোরের চাঞ্চল্যকর আলম হত্যা মামলার ছয় আসামির আত্মসমর্পন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর সদর উপজেলার চুড়ামনকাটির চাঞ্চল্যকর আলম মন্ডল হত্যা মামলার এজাহারভুক্ত ছয় আসামি আদালতে আত্মসমর্পন করেছেন। মঙ্গলবার যশোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবির উদ্দিন প্রামানিকের আদালতে আত্মসমর্পন করে আসামিরা জামিনের আবেদন জানালে আদালত না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন, সদর উপজেলার বাগডাঙ্গা পালপাড়ার মজনুর ছেলে ইকরাম হোসেন, বাগডাঙ্গা মধ্যপাড়ার মৃত সৈয়দ আলীর ছেলে আমিরুল ইসলাম, চুড়ামনকাটির মোফাজ্জেল হোসেনের দুই ছেলে মেহেদী হাসান রুনু ও রানা, ওসমানের ছেলে মাহামুদুর হাসান মামুন এবং ছাতিয়ানতলা মন্ডলপাড়ার জালালের ছেলে শাদ হোসেন।

২৩ সেপ্টেম্বর যশোরে আলম মন্ডল নামে এক রিকসা চালককে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। নিহত আলম মন্ডলের গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালি উপজেলার সুলতানপুর গ্রামে। তিনি দীর্ঘদিন যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামে ভাড়া বাড়িতে বসবাস করতেন। রাজনৈতিকভাবে স্থানীয় চুড়ামনকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্নার অনুসারী ছিলেন তিনি।

ওইদিন রাতেই নিহতের স্ত্রী রোকসানা বেগম ১১জনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলার পরই রাতেই অভিযান চালিয়ে হত্যায় জড়িত অভিযোগে দাউদ চেয়ারম্যানের ছেলে রক্সি ও তার সহযোগী মানিককে আটক করে। এছাড়া অন্য আসামিরা পলাতক ছিলেন। তাদের মধ্যে আত্মসমর্পনকৃত ৬ আসামি উচ্চ আদালত থেকে জামিন নেন। মঙ্গলবার জামিনের মেয়াদ শেষ হওয়ায় জেলা জজ আদালতে তারা আত্মসমর্পন করে। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!