খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

যশোরের গাড়িখানায় তিন যুবককে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরের গাড়িখানা রোডে একসাথে তিনজনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সড়কের পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার কামরুজ্জামানের ছেলে সেতু (২০), ষষ্ঠীতলার ফরিদ হোসেনের ছেলে সজীব (২০) ও ঘোপ সেন্ট্রাল রোডের আক্তারের ছেলে অনু (২০)।

আহতরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাড়িখানা রোডের পেট্রোল পাম্পের সামনে বসেছিলাম। হঠাৎ অজ্ঞাত ৫/৬ জন মোটরসাইকেলযোগে এসে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এসময় জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, আহত তিনজনের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, ছুরিকাঘাতের ঘটনা শুনেছি। আহতরা হাসপাতালে আছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!