খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

যবিপ্রবির নতুন ট্রেজারার হলেন অধ্যাপক ড. মো. আনিছুর রহমান

যবিপ্রবি প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( যবিপ্রবি) ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন যবিপ্রবির ফিশারীজ এন্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের অধ্যাপক ড. মো. আনিছুর রহমান। এর আগে গত ১২ এপ্রিল দায়িত্ব গ্রহণের শেষ কর্ম দিবসে সাবেক ট্রেজারার মো. আব্দুল মজিদকে ফুল ও সম্মাননা স্মারকের মাধ্যমে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

১৩ জুলাই (বৃহস্পতিবার) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ড. মো: ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে যবিপ্রবির ট্রেজারার হিসেবে বিশ্ববিদ্যালয়ের এফএমবি বিভাগের অধ্যাপক ড. মো: আনিছুর রহমানকে আগামী চার (৪) বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য-এর অনুমোদনক্রমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১৩ (১) ধারা অনুযায়ী যবিপ্রবির এফএমবি বিভাগের অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান-কে উক্ত বিশ্ববিদ্যালয়-এর ট্রেজারার পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ করা হলো: (ক) ট্রেজারার হিসেবে তাঁর এ নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে; (খ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২৭/১২/২০২০ তারিখে জারীকৃত ২৬৭ নম্বর প্রজ্ঞাপন অনুসারে তিনি মাসিক সম্মানি প্রাপ্য হবেন; (গ) তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন; (ঘ) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা ১৩ উপধারা (৩) (৪) (৫) (৬) ও (৭) অনুসারে ট্রেজারারের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. মো: আনিছুর রহমান বর্তমানে যবিপ্রবির ঝিনাইদহ ভেটেনারি অনুষদের ডিন ও যবিপ্রবির প্রধান প্রকৌশলীর ( অতিরিক্ত দায়িত্ব) দায়িত্ব পালন করছেন। তাছাড়াও তিনি যবিপ্রবিতে বিভিন্ন সময়ে বিভাগীয় চেয়ারম্যান, অনুষদের ডিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!