ওল্ড ট্রাফোর্ডে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্ট। ম্যানচেস্টারে টস হেরে ব্যাট করতে নামে ইংলিশরা। ৩ উইকেট হারিয়ে ২০৭ রান তুলে প্রথম দিন শেষ করেছে তারা।
২৯ রানেই ২ উইকেট তুলে নিয়ে শুরুটা দারুণ করেছিল ক্যারিবিয়ানরা। কিন্তু ডম সিবলি ও বেন স্টোকস দিনটি তাদের হতে দেয়নি। তাদের দুজনের ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত দুই শতাধিক রান তুলে দিন শেষ করে তারা। সিবলি ৮৬ ও স্টোকস ৫৯ রান নিয়ে অপরাজিত আছেন। তারা দুজন শুক্রবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।
টস হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ড শিবিরে শুরুতেই ধাক্কা দেন রোস্টন চেজ। দলীয় ২৯ রানেই ররি বার্নসকে ফেরান তিনি। মাত্র ১৫ রানে এলবিডব্লিউ হন বার্নস। পরের বলেই চেজ স্লিপে হোল্ডারের হাতে ক্যাচ বানিয়ে ফেরত পাঠান জ্যাক ক্রাউলিকে। গোল্ডেন ডাক মেরে ফেরেন তিনি।
এরপর ডম সিবলি ও জো রুট মিলে ৫২ রানের জুটি গড়ে ধকল সামাল দেন। দলীয় ৮১ রানের মাথায় এই জুটি ভাঙেন আলজারি যোসেফ। তার বলে সেই স্লিপে হোল্ডারের তালুবন্দি হয়ে ফেরত যান রুট। ৪৯ বল খেলে ২ চারে ২৩ রান করে যান তিনি।
সেখান থেকে জুটি বাঁধেন সিবলি ও অধিনায়ক বেন স্টোকস। দিনের বাকি ৫০.৪ ওভার বল করেও এই দুজনকে বিচ্ছিন্ন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। সিবলি ২৫৩ বল খেলে ৪টি চারের সাহায্যে ৮৬ রান নিয়ে অপরাজিত থাকেন। আর স্টোকস ১৫৯ বল খেলে ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৯ রানে অপরাজিত থাকেন।
উল্লেখ্য, প্রথম টেস্টে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা।
খুলনা গেজেট/এএমআর