খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬

মোড়েলগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন সাড়ে ৫ হাজার পরিবার

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে খাউলিয়া ইউনিয়নে ৫ হাজার ৬৮২ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার নগদ টাকা ও বাগেরহাট-২ আসনের এমপি সারহান নাসের তন্ময়-এর দেওয়া মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর এ উপহার জনপ্রতি ৪৫০ টাকা বিতরণ করেন ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুবলীগ নেতা মো. আলমগীর হোসেন ও এসএম জাকির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব শরিফুদ্দৌলা, ইউপি সদস্য কামরুজ্জামান, আবুল হোসেন, মিলন মীর, মালেক তালুকদার, মিলন হাওলাদার, মহিদুল ইসলাম, চান মিয়া হাওলাদার, শাহনাজ বেগম, পারভিন বেগম, রুবি বেগম, শিক্ষক আলমঙ্গীর শিকদার ও মাহফুজুর রহমান স্থানীয় বিভিন্ন।

এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ইউনিয়নে তালিকা অনুযায়ী প্রায় প্রতিটি ঘরেই পৌঁছে দেওয়া হবে। হতদরিদ্র থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ এর আওতায় এসেছে।

একাধিক সুবিধাভোগীরা টাকা পেয়ে তারা প্রতিক্রিয়ায় বলেন, আমাদের মত গরিবের মনের কষ্টের কথা শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ভাবেন। ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে ঘরে বসেই ঈদ পালন করবো। প্রধানমন্ত্রী টাকা দিয়েছে আমরা খুশি। তার দীর্ঘায়ু কামনা করে দোয়া করি।

এ সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, উপজেলার ১৬টি ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ৫৭ হাজার ১৬৩ হতদরিদ্র পরিবারের মাঝে ২ কোটি ৫৭ লাখ ২৩ হাজার ৩৫০ টাকা বরাদ্ধ ইতোমধ্যে প্রতিটি ইউনিয়নে পৌঁছে গেছে। তালিকা অনুযায়ী সুবিধাভোগীদের মাঝে ৪৫০ টাকা করে বিতরণ শুরু হয়েছে।

এ ছাড়াও জেলা প্রশাসকের মাধ্যমে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে প্রতিটি ইউনিয়নে আড়াই লাখ টাকা করে বরাদ্দ হয়েছে। ঈদের পূর্বে সুবিধাভোগীরা এ টাকা পাবেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!