খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার
  ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দেওয়া ট্রাকচালক আটক
  সচিবালয়ের আগুন সোয়া ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস

মোড়েলগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত : শিশুর মৃত্যু, ঘের ও ফসলের ব্যাপক ক্ষতি

মোড়েলগঞ্জ প্রতিনিধি

ইয়াস ও পূর্ণিমার জোয়ার দুই মিলে বুধবার বাগেরহাটের মোড়েলগঞ্জের পৌর সদর সহ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পৌর সদরের শহর রক্ষা বাঁধ উপচে ও উপজেলার বহরবুনিয়া সহ বিভিন্ন এলাকার কাচা-পাকা রাস্তা বেড়িভাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে ফসলি জমি , মৎস্য ঘের ও নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার পরিবার।

ইয়াসের পানিতে ডুবে জিনিয়া আক্তার(৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জিনিয়া ওই গ্রামের নির্মান শ্রমিক কালাম গাজীর মেয়ে।

ইয়াস ও পূর্ণিমার জোয়ারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে নদীর তীরবর্তী মোড়েলগঞ্জ পৌর সদর, বারইখালী, খাউলিয়া, বহরবুনিয়া, পুটিখালী, বলইবুনিয়া ইউনিয়ন। এসব এলাকার অধিকাংশ রাস্তা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ডুবে গেছে শত শত মৎস্য ঘের। তলিয়ে গেছে ফসলি জমি।

 

খাউলিয়া চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, নদীগর্ভে তাদের প্রায় ২৫-৩০ কিমি. কাঁচা-পাকা রাস্তা  বিলীন হয়েছে। তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা।

পঞ্চকরণ চেয়ারম্যান আব্দুরু রাজ্জাক মজুমদার জানান, এ দুই ইউনিয়নের ৮ শ’ মিটার ওয়াপদা বেড়িবাঁধ ভেঙ্গে গেছে। মোড়েলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা , কাঠালতলা, খাউলিয়া, বহরবুনিয়া ও তেলিগাতী ইউনিয়নের প্রায় ২ হাজার পরিবার পানিবন্দী রয়েছে।

খুলনা  গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!