বাগেরহাটের মোরেলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নের হোগলপাতি মাধ্যমিক বিদ্যালয়ের দ্বশম শ্রেণির দুই ছাত্রী বৃহস্পতিবার কেক খেয়ে অসুস্থ হয়ে পড়েেছ। চিকিৎসার জন্য তাদের মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক ও তার সহপাঠীরা জানান, দ্বশম শ্রেণির ওই দুই ছাত্রী রেবেকা ইয়াসমিন ও নুসরাত জাহান নিশি স্থানীয় একটি দোকান থেকে ডেনিশ মোড়কের দুইটি কেক কেনেন। খাবার পর শ্রেণি কক্ষে গিয়ে তারা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের চিকিৎসার জন্য মোড়লগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়।
নিশির পিতা মাষ্টার খেলাফত হোসেন জানান, অসুস্থ ছাত্রীদের স্যালাইন দেয়া হয়েছে। তারা কিছুটা সুস্থ রয়েছে। খাদ্য বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার বাকি বিল্লাহ জানান, তিনি বিষয়টি জেনেছেন এবং দ্রুত চিকিৎসা দেয়ার জন্য বলা হয়েছে।