খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনি রোডম্যাপ দেয়ার আহবান বিএনপির: মির্জা ফখরুল
  চলমান ইস্যুতে সবাইকে শান্ত থাকার আহবান প্রধান উপদেষ্টার: প্রেস সচিব
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৮

মোল্লাহাটে হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি

ইউপি নির্বাচনী সহিংসতায় বাগেরহাটের মোল্লাহাটে আসাদ শেখ হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (০২ মে) সকালে মোল্লাহাট উপজেলার শাসন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয়রা এই মানববন্ধন করেন। মানববন্ধনে এলাকার সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন চুনখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন, ইউপি সদস্য মামুন শেখ, স্থানীয় মনির মুন্সি, হত্যা মামলার বাদী মমতাজ বেগম প্রমুখ।

বক্তারা বলেন, ১ এপ্রিল কিবরিয়া শরীফ, মিকাইল চৌধুরীসহ সন্ত্রাসীরা হামলা করে আসাদ শেখকে কুপিয়ে হত্যা করে। এসময় তাদের তারা আসাদ শেখের ছেলে আরিফুলসহ অন্তত ১০ জনকে আহত করে। হত্যাকান্ডের একমাস পার হলেও মাত্র একজন আসামী গ্রেফতার হয়েছে। অন্য আসামীরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। হত্যা মামলার আসামীদের গ্রেফতার পূর্বক দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ১ এপ্রিল মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মামুন শেখ ও কিবরিয়া শরীফের সমর্থকদের মধ্যে সংঘর্ষে মামুন শেখের চাচা শাসন গ্রামের আসাদ শেখ নিহত হয়। এ ঘটনায় নিহতের মেয়ে মমতাজ বেগম বাদি হয়ে ৮৭ জনের নাম উল্লেখ করে মোল্লাহাট থানায় মামলা দায়ের করেন।

খুলনা গেজেট/ এস আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!