খুলনা, বাংলাদেশ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ২১ আগস্ট গ্রেনেড হামলা : আপিল বিভাগে ফের শুনানি ২৬ মে
  তিন দফা দাবিতে আজও রাজধানীর কাকরাইল মোড়ে জবি শিক্ষার্থীদের অবস্থান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
  এনবিআর বিলুপ্ত করে দু’টি বিভাগ করার প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের দ্বিতীয় দিনের মতো কলমবিরতি চলছে

মোল্লাহাটে নারী‌কে গণধর্ষণ, ৫ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

বাগেরহাটের মোল্লাহাটে এক নারীকে গণধর্ষণের অভিযোগে ৫ যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার রাতে স্বামীকে সাথে নিয়ে মোল্লাহাট থানাধীন সরসপুর গ্রামে হৃদয়ের বাড়িতে বিয়ে উপলক্ষে নাচতে আসেন ওই নির্যাতনের শিকার নারী। নাচ শেষে রাত সাড়ে ১১টার দিকে ওই নারী ও তার স্বামীকে ভিন্ন ভিন্ন মোটরসাইকেলে করে ফকিরহাটের উদ্দেশ্যে রওনা দেয় ৫ যুবক। পথিমধ্যে মোল্লাহাট উপজেলার ঘাটবিলা এলাকার একটি পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে ৮জন মিলে ওই নারীকে ধর্ষণ করে। পরে স্থানীয়রা ৪ যুবককে আটক করে টহলরত হাইওয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে আরও একজনকে আটক করেছে। শনিবার দুপুরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম।

আটককৃতরা হলেন, মোল্লাহাট উপজেলার কাহালপুর এলাকার আরমান শেখ, রাজিব শেখ, সোহাগ, নাসিম মোল্লা, করিম।

নির্যাতিত মেয়েটির বাড়ি বাগেরহাট সদর উপজেলায়। তিনি ফকিরহাট উপজেলা সদরে একটি বাড়িতে ভাড়া থাকেন। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ৮জনের নাম উল্লেখ করে মোল্লাহাট থানায় মামলা দায়ের করেছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!