খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং
৪৩ লাখ টাকা আত্মসাৎ

মোরেলগঞ্জ অগ্রণী ব্যাংকের ম্যানেজারসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাগেরহাট প্রতিনিধি

ঋণের সাড়ে ৪৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে  বাগেরহাটের মোরলগঞ্জ অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুদকের বাগেরহাট সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক মো. শাহরিয়ার জামিল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন- অগ্রণী ব্যাংকের বাগেরহাটের মোরলগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক (সাময়িক বরখাস্ত) সাফিয়া বেগম, বরখাস্তকৃত অফিসার ক্যাশ (ঋণ কর্মকর্তা) সৈয়দ শিয়ন সাইফ, সোনাখালী আজিজিয়া মাদ্রাসার শিক্ষক আবদুল্লাহ আল মাসুদ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে মোরেলগঞ্জের সোনাখালী আজিজিয়া সিনিয়র মাদ্রাসার ১২ জন শিক্ষকের নাম ব্যবহার করে জালিয়াতির আশ্রয়ে জনপ্রতি দুই লাখ টাকা করে ঋণ উত্তোলন করেন। সেই শিক্ষকদের নামের বিপরীতে ১২টি ভোগ্যপণ্য ক্রয় দেখিয়ে ঋণ মঞ্জুর করে ব্যাংকের মোট ২৪ লাখ আত্মসাৎ করেছেন আসামিরা। আসল ‍ও সুদসহ মোট টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৪৩ লাখ ২৭ হাজার ৪৫২ টাকা।

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা ও ১৯৪৭ সালের ২ নম্বর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!