সাগরে মাছ ধরা থেকে ৬৫ দিন বিরত থাকা বাগেরহাটের মোরেলগঞ্জে নিশানবাড়িয়া ইউনিয়নে ১৬৭ জেলে পরিবার পেলেন দ্বিতীয় দফার জনপ্রতি ৩০ কেজি করে ভিজিডি চাল।
বৃহস্পতিবার বেলা ১১ টায় নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ চাল বিতরণ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার বিনয় কুমার রায়, ইউনিয়ন মৎস্যজীবী সমিতির সভাপতি ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন হাওলাদার, মনিরুজ্জামান জসিম মৃধা, মো. আলম মৃধাসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।
এ সর্ম্পকে উপজেলা মৎস্য অফিসার বিনয় কুমার রায় বলেন, ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিনে সাগরে মাছ ধরা থেকে বিতর থাকা জেলেদের জন্য জনপ্রতি ৮৬ কেজি চাল বরাদ্দ হয়েছে। ইতোপূর্বে অনেক ইউনিয়নে বিতরণ শেষ হয়েছে। নিশানবাড়িয়ায় ২৭ জুন প্রথম ৯ মেট্রিকটন ৩৫২ কেজি ও পরবর্তীতে ১৫ জুলাই ৫ মেট্রিকটন ১০ কেজি চাল বরাদ্দ পেয়েছে। দুই বারের বরাদ্দের কারণে দুই দফায় ৮৬ কেজি চাল বিতরণ করা হয়।
খুলনা গেজেট/ টি আই